‘রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ বাংলাদেশের সকল শিক্ষার্থীর মানসম্মত শিক্ষাদানের জন্য একটি অগ্রগামী প্রতিষ্ঠান। আমাদের রয়েছে একদল উচ্চ শিক্ষিত, নিবেদিত-প্রাণ শিক্ষক, যারা শিক্ষার্থীদের শিক্ষার মৌলিক ভিত্তি নিশ্চিত করে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় অঙ্গীকারবদ্ধ। এখানে আমরা শিক্ষার্থীদের শুধু সিলেবাস ভিত্তিক অধ্যয়নেই সীমাবদ্ধ রাখি না বরং আমরা যোগ্য, শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের উপরও জোর দিয়ে থাকি। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যŤ জীবন গঠনের জন্য ‘রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা পরিবেষ্ঠিত এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আধুনিক মানসম্মত শিক্ষাদানের জন্য বদ্ধপরিকর। শৃঙ্খলা এই প্রতিষ্ঠানের প্রতীক। নিয়মিত পড়াশুনা ও সহ-শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। আমরা শিক্ষার্থীদের নৈতিক ভিত্তি মূল্যায়ন করি এবং তারা সবসময় সুনাগরিক হতে অনুপ্রাণিত হয়। ‘রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। ২০০১ সাল থেকে শুরু করে এটি বাংলাদেশের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদান, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখা ও বিভিন্ন ধরণের শিক্ষা সর্ম্পকিত কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ‘রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাতঃসমাবেশে অধ্যক্ষ মহোদয় নিজেই নৈতিকতা বিষয়ে বক্তব্য প্রদানের মাধ্যমে দিনের শুরু করেন এবং ক্লাশ শুরুর পূর্বে ১৫ মিনিট শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাঠদান করেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, রাষ্ট্রের সম্পদ।
© Copyright 2023 - Rajendrapur Cantonment Public School & College. All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited. Like us on Facebook