২০২৪ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন)
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণির (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) নতুন শাখায় এবং শূন্য আসনে ভর্তির আবেদন ফরম বিতরণ (অনলাইন) ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী নিম্নরূপ:
1. শ্রেণি ভিত্তিক শূন্য আসন।
ক্রমিক |
শ্রেণি |
শূন্য আসন |
|
বাংলা মাধ্যম |
ইংরেজি মাধ্যম |
||
১ । |
নার্সারি |
১৭৫ |
১৪০ |
২ । |
কেজি |
১৯ |
২৮ |
৩ । |
প্রথম |
০৬ |
২৩ |
৪ । |
দ্বিতীয় |
১৬ |
০০ |
৫ । |
তৃতীয় |
৩৬ |
০০ |
৬ । |
চতুর্থ |
০৬ |
১৫ |
৭ । |
পঞ্চম |
০০ |
১৮ |
৮ । |
ষষ্ঠ |
৪৬ |
১৮ |
৯ । |
সপ্তম |
০০ |
০৫ |
১০ । |
অষ্টম |
০০ |
১২ |
১১ । |
নবম |
৩৭ |
০৫ |
2. অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমাদান শুরুর তারিখ: ০১ নভেম্বর ২০২৩ (সকল শ্রেণি-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন)।
3. অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ।
ক. নার্সারি ও কেজি শ্রেণি (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) : ২২ নভেম্বর ২০২৩।
খ. প্রথম থেকে নবম শ্রেণি (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) : ২৯ নভেম্বর ২০২৩।
4. বয়সসীমা- নার্সারি। ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ৪ বছর ৬ মাস থেকে ৫ বছর ৬ মাস পর্যন্ত।
5. ভর্তির অনলাইন আবেদন ফরমের মূল্য :
ক। সামরিক। ২৭০/- (দুইশত সত্তর) টাকা এবং অনলাইন ফি : ৩০/- (ত্রিশ) টাকা।
খ। অসামরিক। ৪৭০/- (চারশত সত্তর) টাকা এবং অনলাইন ফি : ৩০/- (ত্রিশ) টাকা।
6. ভর্তি সংক্রান্ত বিষয়ে সকাল ০৯০০ ঘটিকা থেকে ১৪০০ ঘটিকা পর্যন্ত (ছুটির দিন ব্যতিত) প্রতিষ্ঠানের হেল্প ডেস্ক অথবা (০১৭৬৯-০৩৮০১৯ ও ০১৭৯৫-৩৮৮১২৩) নম্বর থেকে তথ্য সংগ্রহ করা যাবে। এছাড়াও অনলাইন ভর্তির ক্ষেত্রে vortibd.com, Help Line : ০৯৬৪৩২২৪৪৮৮ সকাল ০৯০০ ঘটিকা থেকে ১৮০০ ঘটিকা পর্যন্ত (ছুটির দিন ব্যতিত) থেকে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন।
7. অনলাইন আবেদন ও প্রবেশপত্র সংগ্রহ।: www.rcpsc.edu.bd ওয়েবসাইটে Online Admission এ ক্লিক করে ভর্তির জন্য আবেদন করা যাবে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোন প্রকার ভর্তি ফরম বিতরণ করা হবে না।
নার্সারি ও কেজি শ্রেণি (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন)
১. লটারির তারিখ এবং সময় অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.rcpsc.edu.bd এবং ফেসবুক https://www.facebook.com/RCPSC.BDArmy এর মাধ্যমে ২৩ নভেম্বর ২০২৩ তারিখে এ প্রকাশ করা হবে।
২. লটারির সময় প্রার্থীসহ অভিভাবকগণ নিম্নলিখিত কাগজপত্র সহ উপস্থিত থাকবেন
ক. প্রবেশপত্র (অনলাইন কপি) এবং জন্ম সনদ পত্রের মূল কপি
খ. সেনাবাহিনী ও প্রতিরক্ষা খাত হতে বেতন ও ভাতা প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কর্মরত সদস্যের জন্য অধিনায়কের সনদপত্র
গ.অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে খালাসী এবং স্থায়ী ঠিকানা সনদ
৩.ভুল/ মিথ্যা তথ্য দিয়ে ভর্তি ফরম পূরণ করলে আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে
১ম ও ৯ম শ্রেণি:(বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন)
১. লটারির তারিখ এবং অন্যান্য তথ্য অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.rcpsc.edu.bd এবং ফেসবুক https://www.facebook.com/RCPSC.BDArmy এর মাধ্যমে ৩০ নভেম্বর ২০২৩ তারিখে এ প্রকাশ করা হবে
২. লটারির সময় প্রার্থীসহ অভিভাবকগণ নিম্নলিখিত কাগজপত্র সহ উপস্থিত থাকবেন
ক. প্রবেশপত্র (অনলাইন কপি) এবং জন্ম সনদ পত্রের মূল কপি
খ. সেনাবাহিনী ও প্রতিরক্ষা খাত হতে বেতন ও ভাতা প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কর্মরত সদস্যের জন্য অধিনায়কের সনদপত্র
গ.অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে খালাসী এবং স্থায়ী ঠিকানা সনদ
৩.ভুল/ মিথ্যা তথ্য দিয়ে ভর্তি ফরম পূরণ করলে আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে