ফর্মপূরণ সংক্রান্ত নিয়মাবলী :

২০২৪ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন)

রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণির (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) নতুন শাখায় এবং শূন্য আসনে ভর্তির আবেদন ফরম বিতরণ (অনলাইন) ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী নিম্নরূপ:

1. শ্রেণি ভিত্তিক শূন্য আসন।

         ক্রমিক

         শ্রেণি

                    শূন্য আসন

     বাংলা মাধ্যম

   ইংরেজি মাধ্যম

            ১ ।

        নার্সারি

            ১৭৫

           ১৪০

            ২ ।

        কেজি

             ১৯

           ২৮

            ৩ ।

         প্রথম

            ০৬

           ২৩

            ৪ । 

        দ্বিতীয়

             ১৬

           ০০

            ৫ ।

         তৃতীয়

            ৩৬

           ০০

            ৬ ।

          চতুর্থ

             ০৬

           ১৫

            ৭ ।

         পঞ্চম

             ০০

           ১৮

            ৮ ।

           ষষ্ঠ

            ৪৬

           ১৮

            ৯ ।

         সপ্তম

            ০০

           ০৫

           ১০ ।

         অষ্টম

            ০০

           ১২

           ১১ ।

          নবম

           ৩৭

           ০৫

  2. অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমাদান শুরুর তারিখ: ০১ নভেম্বর ২০২৩ (সকল শ্রেণি-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন)।

  3. অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ।

     ক. নার্সারি ও কেজি শ্রেণি (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) : ২২ নভেম্বর ২০২৩।

     খ.  প্রথম থেকে নবম শ্রেণি (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) : ২৯ নভেম্বর ২০২৩।

   4. বয়সসীমা- নার্সারি। ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ৪ বছর ৬ মাস থেকে ৫ বছর ৬ মাস পর্যন্ত।

   5. ভর্তির অনলাইন আবেদন ফরমের মূল্য :

          ক। সামরিক। ২৭০/- (দুইশত সত্তর) টাকা এবং অনলাইন ফি : ৩০/- (ত্রিশ) টাকা।

          খ। অসামরিক। ৪৭০/- (চারশত সত্তর) টাকা এবং অনলাইন ফি : ৩০/-  (ত্রিশ) টাকা।

     6. ভর্তি সংক্রান্ত বিষয়ে সকাল ০৯০০ ঘটিকা থেকে ১৪০০ ঘটিকা পর্যন্ত (ছুটির দিন ব্যতিত) প্রতিষ্ঠানের হেল্প ডেস্ক অথবা  (০১৭৬৯-০৩৮০১৯ ও ০১৭৯৫-৩৮৮১২৩) নম্বর থেকে তথ্য সংগ্রহ করা যাবে। এছাড়াও অনলাইন ভর্তির ক্ষেত্রে vortibd.com, Help Line : ০৯৬৪৩২২৪৪৮৮ সকাল ০৯০০ ঘটিকা থেকে ১৮০০ ঘটিকা পর্যন্ত (ছুটির দিন ব্যতিত) থেকে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন।

    7.  অনলাইন আবেদন ও প্রবেশপত্র সংগ্রহ।: www.rcpsc.edu.bd  ওয়েবসাইটে Online Admission এ ক্লিক করে ভর্তির জন্য আবেদন করা যাবে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোন প্রকার ভর্তি ফরম বিতরণ করা হবে না।

 

নার্সারি ও কেজি শ্রেণি (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন)

১. লটারির তারিখ এবং সময় অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.rcpsc.edu.bd এবং ফেসবুক https://www.facebook.com/RCPSC.BDArmy এর মাধ্যমে ২৩ নভেম্বর ২০২৩ তারিখে এ প্রকাশ করা হবে।
২. লটারির সময় প্রার্থীসহ  অভিভাবকগণ নিম্নলিখিত কাগজপত্র সহ উপস্থিত থাকবেন
ক. প্রবেশপত্র (অনলাইন কপি) এবং জন্ম সনদ পত্রের মূল কপি
খ. সেনাবাহিনী ও প্রতিরক্ষা খাত হতে বেতন ও ভাতা প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কর্মরত সদস্যের জন্য অধিনায়কের সনদপত্র
গ.অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে খালাসী এবং স্থায়ী ঠিকানা সনদ
৩.ভুল/ মিথ্যা তথ্য দিয়ে ভর্তি ফরম পূরণ করলে আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে

 

১ম ও ৯ম শ্রেণি:(বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন)

১. লটারির তারিখ এবং অন্যান্য তথ্য অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.rcpsc.edu.bd এবং ফেসবুক https://www.facebook.com/RCPSC.BDArmy এর মাধ্যমে  ৩০ নভেম্বর ২০২৩ তারিখে এ প্রকাশ করা হবে
২. লটারির সময় প্রার্থীসহ  অভিভাবকগণ নিম্নলিখিত কাগজপত্র সহ উপস্থিত থাকবেন
ক. প্রবেশপত্র (অনলাইন কপি) এবং জন্ম সনদ পত্রের মূল কপি
খ. সেনাবাহিনী ও প্রতিরক্ষা খাত হতে বেতন ও ভাতা প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কর্মরত সদস্যের জন্য অধিনায়কের সনদপত্র
গ.অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে খালাসী এবং স্থায়ী ঠিকানা সনদ
৩.ভুল/ মিথ্যা তথ্য দিয়ে ভর্তি ফরম পূরণ করলে আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে

লেনদেন সম্পর্কে তথ্য।
১. আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যলেন্স রাখুন।
২. একটি মাত্র লেনদেনের মাধ্যমে ফর্মের সম্পূর্ণ মূল্য (চার্জ সহ) পরিশোধ করতে হবে ।
৩. ফর্মের মূল্যের (চার্জ সহ) কম/বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় ।
৪. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার নাম, কার্ড নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সিভিসি নাম্বার, , পিন নাম্বার, ইত্যাদি ভালভাবে জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
৫. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার কার্ডের Two Factor Authentication (2FA) সার্ভিস (নির্দিষ্ট ব্যাংকের জন্য প্রযোজ্য) চালু আছে কিনা তা জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
৬. মোবাইল ব্যাংকের পেমেন্ট অপশন নির্বাচন করে অর্থ পরিশোধ করুন।
৭. আবেদন সংক্রান্ত জটিলতার জন্য ০১৭৯১৩৫০২৬৮ / ০১৮৩১৮৩০৫৭৯-এ নাম্বারে যোগাযোগ করুন ।
৮. পেমেন্ট সম্পূর্ণ হবার পর আবেদনকারীকে SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে ।
নিচের তথ্য পূরণ করে সহজেই সাইন আপ করুন।
অ্যাকাউন্টে লগ-ইন করুন।