ওয়েবসাইটে Online Admission এ ক্লিক করে নার্সারী ও কেজি শ্রেণির জন্য ২৩-১০-২০২২ হতে ২৮-১১-২০২২ তারিখ পর্যন্ত এবং প্রথম হতে দশম শ্রেণির জন্য ২৩-১০-২০২২ হতে ২২-১২-২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
বাংলা মাধ্যম প্রথম থেকে পঞ্চম এবং ইংরেজি মাধ্যম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য আবেদনের সময়সীমা ২৪ ডিসেম্বর ২০২২ তারিখ পর্য়ন্ত বাড়ানো হয়েছে।
ভর্তির সার্কুলারটি দেখতে এখানে ক্লিক করুন
প্রথমে Register করুন, এরপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। পরবর্তীতে আবেদনপত্র সংশোধন করতে হলে মোবাইল নং ও পাসওয়ার্ড দিয়ে Login করে কাজ করতে হবে।
বয়সসীমা -নার্সারীঃ ১ জানুয়ারী -২০২৩ তারিখে ৪ বছর ৬ মাস হতে ৫ বছর ৬ মাস
লটারি (নার্সারি ও কেজি)।
১। প্রাথমিক সাক্ষাতকার (প্রার্থীসহ পিতা ও মাতা)। ২৯ নভেম্বর ২০২২ (০৯০০ ঘটিকা থেকে ১২০০ ঘটিকা)।
২। লটারি ও ফলাফল ২৯ নভেম্বর ২০২২ (১৫০০ ঘটিকা)।
ভর্তি পরীক্ষা।
১. বাংলা মাধ্যম।
(ক) ষষ্ঠ থেকে দশম ২৪ ডিসেম্বর ২০২২ (০৯০০ ঘটিকা)।
(খ) প্রথম থেকে পঞ্চম ২৬ ডিসেম্বর ২০২২ (০৯০০ ঘটিকা)।
২. ইংরেজি মাধ্যম।
(ক) ষষ্ঠ থেকে দশম ২৬ ডিসেম্বর ২০২২ (০৯০০ ঘটিকা)।
(খ) প্রথম থেকে পঞ্চম ২৪ ডিসেম্বর ২০২২ (০৯০০ ঘটিকা)।
ফলাফল। প্রথম থেকে দশম (বাংলা ও ইংরেজি ভার্সন) : ২৭ ডিসেম্বর ২০২২ (১৫০০ ঘটিকা)।
ভর্তি।
১। নার্সারি ও কেজি- ০১ ডিসেম্বর ২০২২ থেকে ০৮ ডিসেম্বর ২০২২।
২। প্রথম থেকে দশম- ২৮ ডিসেম্বর ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২।
সফলভাবে পূরনকৃত আবেদন পত্র পূনরায় ডাউনলোড করা যাবে ।
কোনরূপ অসম্পূর্ণ/মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে ।
আবেদন ফর্মের মূল্য তালিকা :
সামরিক |
২৭০ |
বেসামরিক |
৪৭০ |
অনলাইন ব্যাংক চার্জ |
৩০ |
একটি মাত্র লেনদেনের মাধ্যমে ফর্মের সম্পূর্ণ মূল্য (চার্জ সহ) পরিশোধ করতে হবে ।
ফর্মের মূল্যের (চার্জ সহ) কম/বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় ।