১। যুদ্ধ কিংবা শান্তিকালীন যে কোন পরিস্থিতিতে একটি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তার জনগোষ্টীকে মান সম্পন্ন সুশিক্ষায় গড়ে তোলা। আর এ কাজটি বাংলাদেশের প্রেক্ষিতে দক্ষভাবে যে কয়েকটি প্রতিষ্ঠান সম্পন্ন করেছে তার মধ্যে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অন্যতম। সঠিকভাবে সুশিক্ষা প্রদানের এ কাজটি করতে হলে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের যৌগসূত্র হতে হবে খুবই খাঁটি ও নিবিড়, থাকতে হবে স্বত:স্ফূর্ত উদ্যোগ। আর তাতে থাকতে হবে দেশ প্রেমের ছোঁয়া, একই সাথে পরিবার ও সমাজের প্রতি সকলের অঙ্গীকার ও দায়বদ্ধতা।
২। এখানে শিক্ষক হিসেবে প্রতিষ্ঠান এবং তার সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিকে একই অঙ্গ হিসেবে ধরে নিতে হবে। ভৌত অবকাঠামো প্রতিষ্ঠানে নিশ্চিত করা পাঠদানের পূর্বশর্ত। একই সাথে এই কাঠামোর সঠিক পরিচালনা ও ব্যবহারের জন্য দক্ষ প্রশিক্ষক ও পরিষেবা কর্মচারি প্রয়োজন। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এক্ষেত্রে পরিচ্ছন্ন অত্যাধুনিক মাল্টিমিডিয়া সুসজ্জিত শ্রেণিকক্ষ সুবিধা, সম্মিলিত বিশাল মাঠ-রাইড, পাশাপাশি দক্ষ শিক্ষক ও সহায়তা স্টাফ নিয়ে পাঠদানে অঙ্গীকারবদ্ধ। এক্ষেত্রে আমরা দিন দিন উন্নতি করে আমাদের সীমাবদ্ধতার উর্দ্ধে উঠার চেষ্টা করছি।
শিক্ষার্থী
৩। প্রতিষ্ঠানের সকল সুবিধা ও পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা যাদের জন্য সাজানো তারা হচ্ছে আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা;
(ক) শিক্ষার্থীরা তোমাদের শেখার আগ্রহ বাড়াতে হবে। ক্লাশে আসা, কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
Rajendrapur Cantonment Public School & College (RCPSC) is one of the leading institutions in Bangladesh in imparting quality education to all of its students.
‘রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ বাংলাদেশের সকল শিক্ষার্থীর মানসম্মত শিক্ষাদানের জন্য একটি অগ্রগামী প্রতিষ্ঠান। আমাদের রয়েছে একদল উচ্চ শিক্ষিত, নিবেদিত-প্রাণ শিক্ষক, যারা শিক্ষার্থীদের শিক্ষার মৌলিক ভিত্তি নিশ্চিত করে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় অঙ্গীকারবদ্ধ। এখানে আমরা শিক্ষার্থীদের শুধু সিলেবাস ভিত্তিক অধ্যয়নেই সীমাবদ্ধ রাখি না বরং আমরা যোগ্য, শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের উপরও জোর দিয়ে থাকি।